Admin Panel
- ১৬ সেপ্টেম্বর, ২০২৪ / ১১২২ Time View
দক্ষিণ আফ্রিকায় পবিত্র সীরাতুন্নবী (সা.) মাহফিল ও নাতে রাসূল (সা.) সন্ধ্যা আয়োজন করেছে ইসলামিক ফোরাম অব আফ্রিকা।
রোববার (১৫ সেপ্টেম্বর) জোহানেসবার্গের ফোজসবার্গে রাত ৮টায় স্ট্যাটাস রেস্টুরেন্টে এ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও ঘাউটেং প্রভিন্সের সভাপতি আবুল কাশেমের সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফোরাম অব আফ্রিকার কেন্দ্রীয় সভাপতি মো. মোশাররফ হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মো. শাহাদাত হোসেন, অর্থ সম্পাদক আমানত উল্ল্যাহ ফারুক, মিডিয়া সম্পাদক আব্দুল মনিম মুন্না, যুব ও ক্রিড়া সম্পাদক ও ঘাউটেং প্রভিন্সের সেক্রেটারী শরীফ উদ্দিন।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।
পরিশেষে হামদ, নাত ও কাওয়ালী সংগীত পরিবেশন করেন আফ্রিকা কালচারাল গ্রুপের শিল্পীবৃন্দ।